আইসিসির কাছে 'প্রতারণা'র ন্যায়বিচার দাবি ম্যাথুসের
বাংলাদেশের বিপক্ষে হওয়া নিজের 'টাইমড আউট' মানতেই পারছেন না অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে ম্যাথুস প্রমাণ করতে চেয়েছেন, তিনি সময়ের মধ্যেই ক্রিজে পৌঁছেছিলেন।
ম্যাথুস একটি ছবি শেয়ার করেছেন যেটি অন্য এক ভারতীয় নাগরিকের করা পোস্ট। সেই ছবিতে দেখা যাচ্ছে, ম্যাথুস ১ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যে ক্রিজে পৌঁছেছেন। কিন্তু বাংলাদেশ দল আবেদন করে ম্যাথুস নির্ধারিত দুই মিনিট সময় পার হয়ে যাওয়ার পরও তার প্রথম বলটি খেলতে পারেননি।
এই ছবি শেয়ার করে ম্যাথুস লিখেছেন, 'এটি প্রতারণা। আমি এর ন্যায়বিচার চাই।' সাথে আইসিসিকেও মেনশন করেছেন এই লঙ্কান সাবেক অধিনায়ক।
এদিকে তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের দাবি, ম্যাথুস তার হেলমেটে সমস্যার আগেই নির্ধারিত দুই মিনিট পার করে ফেলেছিলেন। অর্থাৎ, নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দল আবেদন করায় ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়েছে।