ডাচদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
ভুলে যাওয়ার মতো এক বিশ্বকাপের শেষের পথে ইংল্যান্ড। তবে সবকিছু এখনও হারিয়ে যায়নি বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে থাকতে হবে সেরা আটের মধ্যে।
সেই লক্ষ্যে আজ একটি বাধা অতিক্রম করলেন বেন স্টোকসরা। নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে উড়িয়ে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের বাকি আছে আরেকটি ম্যাচ।
ইংল্যান্ডের নিচে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসেরও একটি করে ম্যাচ বাকি।
ম্যাচের প্রথম ইনিংস শেষেই ফলাফল কী হবে ধারণা করা যাচ্ছিল। ইংলিশদের দেওয়া ৩৪০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে অলআউট হয়েছে ডাচরা। ছোট ছোট কয়েক ইনিংস হলেও তা যথেষ্ট হয়নি নেদারল্যান্ডসের জন্য। নিদামানারু করেছেন ইনিংস সর্বোচ্চ ৪১ রান, অধিনায়ক এডওয়ার্ডস ৩৮, বারেসি ৩৭ ও ইঙ্গেলব্রেখট করেছেন ৩৭ রান।
ইংলিশদের হয়ে মঈন আলি ৪২ রান দিয়ে তিনটি, আদিল রশিদ ৫৪ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন ডেভিড উইলি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বেন স্টোকসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। টুর্নামেন্টে বড্ড অসময়ে জ্বলে উঠেছে স্টোকসের ব্যাট। তার ৮৪ বলে ছয় ছক্কা ও ছয় চারে ১০৮ রানের ইনিংস ইংলিশদের সংগ্রহ নিয়ে যায় ৩৩৯ এ।
ডেভিড মালান ৭৪ বলে ১০ চার ও দুই ছয়ে করেছেন ৮৭ রান। এছাড়া ক্রিস ওকস ৪৫ বলে ৫১ রান করেন পাঁচ চার ও এক ছয়ে। ডাচদের হয়ে ৭৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন বাস ডি লিডি। দুটি করে উইকেট নেন ভ্যান বিক ও আরিয়ান দত্ত।