শ্রীলঙ্কাকে অল্পতে গুটিয়ে দেওয়ায় সেমি-স্বপ্ন উজ্জ্বল কিউইদের
সেমি-ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কম ওভারের মধ্যে এই রান তাড়া করতে পারলে রানরেটেও এগিয়ে যাবে কিউইরা।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লঙ্কানদের মাত্র ১৭১ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। আগেই বাদ পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততে হবে।
টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ছিলেন শ্রীলঙ্কানরা। ৩২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা লঙ্কানদের ইনিংসে একমাত্র পাল্টা আক্রমণ করতে পেরেছেন কুশল পেরেরা।
২৮ বলে নয় চার ও দুই ছয়ে ৫১ রান করে এই বাঁহাতি ওপেনার আউট হওয়ার পর আর কেউ সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। শেষ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন মহিশ ঠিকসেনা ও দিলশান মাদুশাঙ্কা।
তাতে শ্রীলঙ্কার রান কিছুটা বাড়লেও কিউইদের অসাধারণ ব্যাটিংয়ের সামনে তা যথেষ্ট হওয়ার কথা নয়। ঠিকসেনা অপরাজিত থাকেন ৯১ বলে ৩৮ রান নিয়ে।
নিউজিল্যান্ডের হয়ে ৩৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র।