নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না উইলিয়ামসন, ছাড়ছেন অধিনায়কত্ব
২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেন উইলিয়ামসন। সেইসঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব ছাড়ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিশ্চিত করেছে।
নিউজিল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে কেন থাকছেন না সেই কারণ উইলিয়ামসন নিজেই জানিয়েছেন। মূলত নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন সিরিজগুলো চলাকালীন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান তিনি, পরিবারকে সময় দেওয়াকেও কারণ হিসেবে দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এনজেডসির এক বিজ্ঞপ্তিতে কিউই এই তারকা ব্যাটসম্যান বলেন, 'দলকে সব সংস্করণে এগিয়ে নিতে আমি সব সময়ই আগ্রহী। দলের হয়ে অবদান রাখতে চাই। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্মে বাইরের সুযোগগুলো আমি লুফে নিতে চাই। কেন্দ্রীয় চুক্তি তাই গ্রহণ করতে পারছি না'
তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দেশের হয়ে যে একেবারেই খেলবেন না উইলিয়ামসন, তা কিন্তু নয়। বরং যখনই কিউইদের ডাক পাবেন তখনই তিনি প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন, 'নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে অনেক বড় পাওয়া। দলের জন্য অফুরন্ত দেওয়ার ইচ্ছা রয়েছে। যা-ই হোক, ক্রিকেটের বাইরে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই এবং তাদের নিয়ে দেশ অথবা দেশের বাইরে অভিজ্ঞতা নেওয়া খুব গুরুত্বপূর্ণ মনে করছি।'
আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান দল সাদা বলের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে। আর এই সময়ে বিশ্বব্যাপী একসঙ্গে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণে উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে সিরিজ খেলতে বাধ্য নন। যে কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে খেলতে কোনো অনাপত্তিপত্রও নিতে হবে না তাকে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, বাংলাদেশের বিপিএল—এসব টুর্নামেন্ট হবে কাছাকাছি সময়ে। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও একই সময়ে হওয়ার কথা। এনজেডসির চুক্তিতে থাকা ক্রিকেটারদের জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি সুপার স্ম্যাশ টুর্নামেন্টেও থাকতে হবে। উইলিয়ামসন যেহেতু চুক্তিতে থাকছেন না, সেক্ষেত্রে সে সময়ে অন্য লিগগুলোয় খেলতে তার কোনো বাধা থাকছে না।