রাহুল ও শ্রেয়াসের সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৪১১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের ব্যাটসম্যানরা কচুকাটা করেছেন ডাচ বোলারদের৷
রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও তুলে নিয়েছেন সেঞ্চুরি। বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাহুল।
৬২ বলে সেঞ্চুরি করে এই বিশ্বকাপেই রোহিত শর্মার করা ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন রাহুল। পাঁচে নেমে আউট হওয়ার আগে ৬৪ বলে ১১ চার ও চার ছয়ে ১০২ রান করেছেন রাহুল। শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন ৯৪ বলে দশ চার ও পাঁচ ছয়ে ১২৮ রান করে। চতুর্থ উইকেটে রাহুল ও আইয়ার ২১ ওভারে গড়েছেন ২০৮ রানের জুটি।
ভারতের প্রথম তিন ব্যাটারই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। অধিনায়ক রোহিত শর্মা ৫৪ বলে করেছেন ৬১ রান, শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫১ রান, বিরাট কোহলি করেছেন ৫৬ বলে ৫১ রান।
নেদারল্যান্ডসের হয়ে দুটি উইকেট নিয়েছেন বাস ডি লিডি। ১০ ওভারে ১০৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন লোগান ভ্যান বিক।