ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে দিতে চান কামিন্সরা
আগামীকাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পাশাপাশি অজিদের প্রতিপক্ষ হিসেবে গ্যালারিতে উপস্থিত থাকবেন ভারতের সমর্থকরাও। প্রায় এক লাখ ৩০ হাজার ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে নীল জার্সির আধিপত্য থাকবে সেটি না বললেও চলে।
ভারতের সঙ্গে তাদের সমর্থকরাও যে অস্ট্রেলিয়াকে জিততে না দেওয়ার সব চেষ্টা করবে তা ভালোমতোই জানা আছে প্যাট কামিন্সের। এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও অজি অধিনায়কের চোখে এটি অন্যরকম এক সুযোগও বটে। এত এত দর্শককে চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য তার দলের।
সংবাদ সম্মেলনে কামিন্স ভারতীয় সমর্থকদের ব্যাপারে বলেছেন, 'আমার মনে হয় বিশ্বকাপ জিততে হলে আপনাকে এটা সামলাতে হবে। নিশ্চিত করেই দর্শকদের সমর্থন একদিকেই থাকবে। কিন্তু যে কোনো খেলাতেই এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। এটিই আমাদের আগামীকালের লক্ষ্য।'
নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলবে ভারত, ২০১১ সালে ঘরের মাঠেই শেষবার বিশ্বকাপ জিতেছিল তারা। অপরদিকে নিজেদের পাঁচ শিরোপা জেতার রেকর্ডকে আরো ওপরে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।