ঘরের মাঠে লেবাননের বিপক্ষে পয়েন্টের খোঁজে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ধাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। মেলবোর্নের এএএমআই পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যায় জামাল ভূঁইয়ার দল। র্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা অজিদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র চেষ্টা ছিল গোল না হজম করার। আক্রমণ ফেরাতেই ব্যস্ত থাকা দলটি তাই সেভাবে পাল্টা আক্রমণ সাজাতে পারেনি। সব মিলিয়ে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশ যে সামান্যতম লড়াইও করতে পারেনি, স্কোরলাইনই তা বলে দেয়।
এমন হারের পরও মনোবল ধরে রাখার চেষ্টায় বাংলাদেশ। পরের ম্যাচের প্রতিপক্ষ লেবানন অনেকটা চেনা বলে অজিদের বিপক্ষে হারের হতাশা ঝেরে নতুন শুরুর আশায় তারা। দ্বিতীয় রাউন্ডে 'আই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২২ নভেম্বর লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে খেলবেন জামালরা। ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।
র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে অনেক ব্যবধান ছিল বাংলাদেশের। অবশ্য লেবাননের সঙ্গেও ব্যবধান কম নয়। মধ্যপ্রাচ্যের দলটি ফিফা র্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে, বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে তারা। কিন্তু ম্যাচটি ঘরের মাঠে বলেই হয়তো জয়ের ব্যাপারে কিছুটা আত্মবিশ্বাস দেখাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
যদিও রাকিব হোসেন ও সাদ উদ্দিনের নিষেধাজ্ঞার কারণে পথটা কঠিন হয়েছে বাংলাদেশের। শুরু থেকেই কাবরেরার একাদশে নিয়মিত খেলে আসছেন রাকিব। তাকে কেন্দ্র করেই সাধারণত আক্রমণের কৌশল সাজিয়ে থাকেন এই স্প্যানিশ কোচ। ছন্দে ছিলেন সাদ উদ্দিনও। মালদ্বীপের বিপক্ষে গোলও করেন এই দুই ফুটবলার। এরপরও কাবরেরার বিশ্বাস, যারা দলে আছেন, তারা নিজেদের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করতে পারলে লড়াই করা যাবে।
এখন পর্যন্ত লেবাবনের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটি খেলেছে ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে। লেবাননে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে এলেও ঢাকায় অনুষ্ঠিত ফিরতি লেগে তাদের ২-০ গোলে হারায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলে গত জুনে সাফ চ্যাম্পিয়নশিপে। ওই ম্যাচে ২-০ গোলে হেরে যায় জামালরা।
লেবাননের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ কোচ কাবরেরা বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে কী ঘটেছে আপনারা জানেন। আমি ওই দিনটিকে ভুলে নতুন একটি দিনে নতুন একটি ম্যাচ খেলতে চাই। কিছুদিন আগেও আমরা লেবাননের বিপক্ষে খেলেছি। তাদের শক্তিমত্তা সর্ম্পকে আমাদের ধারণা আছে। সেটা বুঝেই আমি ম্যাচ পরিকল্পনা করেছি।'
বাংলাদেশের ম্যাচে সব সময়ই বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্যালারি পূর্ণ থাকে। এটা বাড়তি প্রেরণা যোগাবে জানিয়ে কাবরেরা বলেছেন, 'মাঠে দর্শক থাকলে এমনিতে স্বাগতিক ফুটবলাররা উজ্জীবিত থাকে। পাশাপাশি প্রতিপক্ষ চাপে পড়ে। আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাতে চাই।'