‘আধা ঘণ্টা পরপরই মনে পড়ছে বিশ্বকাপ জিতেছি’
আহমেদাবাদে গত রোববার ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জেতে অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে অজিরা। বিশ্বসেরা হয়ে দেশে ফিরলেও বিমানবন্দরে ঝাকঝমকপূর্ণ সংবর্ধনা মেলেনি প্যাট কামিন্সের দলের। এতে অবশ্য তাদের অনুভূতি বদলে যাচ্ছে না। বিমানবন্দরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সংবাদমাধ্যমকে বলেছেন, তারা যে বিশ্বকাপ জিতেছেন, আধা ঘণ্টা পরপরই তার এটা মনে পড়ছে।
হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু হয় অস্ট্রেলিয়ার, নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে তারা। বিশ্ব আসরের সফলতম দলটি পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হেরে যায়। এরপরই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে অজিরা। তৃতীয় ম্যাচ থেকে যে জয়ের মালা গাঁথা শুরু করেন, ফাইনাল পর্যন্ত তা জারি রাখেন ওয়ার্নার-কামিন্সরা। টানা ৯ জয়ে ২০১৫ সালের পর আবারও বিশ্বসেরা হওয়ার স্বাদ নেন তারা।
বিশ্বকাপ শেষেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, যা শুরু হচ্ছে ২৩ নভেম্বর। তাই বিশ্বকাপ দলে থাকা সাতজন ক্রিকেটারকে ছাড়াই আজ দেশে ফেরে অস্ট্রেলিয়া। দেশে ফিরে বিশ্ব জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন কামিন্স। অজি অধিনায়ক বলেন, 'প্রায় আধা ঘণ্টা পরপরই মনে পড়ছে আমরা মাত্রই বিশ্বকাপ জিতেছি এবং তাতে আবারও রোমাঞ্চিত হয়ে উঠছি। আমরা এখনও মোহাচ্ছন্ন হয়ে আছি।'
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ ট্রফি ধরে রাখা এবং সর্বশেষ বিশ্বকাপ জয়; সব মিলিয়ে অস্ট্রেলিয়ার জন্য বছরটিকে দুর্দান্ত বলছেন কামিন্স। তার ভাষায়, 'বছরটা আমাদের জন্য দারুণ। বিশ্বকাপ জয়ই শীর্ষবিন্দু এবং সেটা অসাধারণ ব্যাপার। আমার মনে হয়, খেলোয়াড়রা নিজেদের লিগ্যাসি তৈরি করেছে। চার বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যায় আর সেটা ভারতে হওয়া মানে কঠিন টুর্নামেন্ট। অ্যাশেজ জয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ যোগ করে বলা যায়, এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। আমরা খুবই তৃপ্ত।'
বিশ্বকাপ ট্রফি নিয়ে কামিন্সের সঙ্গে দেশে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউডরা। ভারতে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবেন অজিদের ফাইনাল জয়ের নায়ক ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, অ্যাডাম জ্যাম্পারা। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।