নেদারল্যান্ডস সফরে যাবে না পাকিস্তান
আগামী বছরে নেদারল্যান্ডস সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান। ব্যস্ত সূচির কারণে সিরিজটি না খেলার জন্য নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে (কেএনসিবি) অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানের অনুরোধে রাজি হয়েছে নেদারল্যান্ডস।
আগামী বছর ইউরোপ সফরের অংশ হিসেবে মে মাসের শুরুতে নেদারল্যান্ডসের মাটিতে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। ইউরোপ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ও ইংল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলার কথা তাদের।
আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতিতে সফরটি করার কথা পাকিস্তানের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ব্যস্ত সূচি থাকায় খেলোয়াড়দের ওয়ার্কলোড চিন্তা করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নেয় পিসিবি।
ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে এমনই জানিয়েছে। কেএনসিবির হাই-পারফরম্যান্স বিভাগের ম্যানেজার রোনাল্ড লেফেবভ্রে জানিয়েছেন, পিসিবির সঙ্গে সুসম্পর্কের মূল্য বজায় রেখে ভবিষ্যতে সিরিজটি আয়োজনের চেষ্টা করবেন তারা।
তিনি বলেছেন, 'অবশ্যই হতাশ, কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি আমরা। আমরা পিসিবির সঙ্গে আমাদের ভালো সম্পর্ককে মূল্যায়ন করি এবং পরবর্তীতে এই সিরিজটি আয়োজনের দিকে তাকিয়ে। ভবিষ্যতে ঘরের মাঠে বা বাইরে সিরিজটি আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী।'
পাকিস্তানের বিপক্ষে কখনই দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেনি নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার দেখা হয়েছে দল দুটির। ওয়ানডেতে তারা নিজেদের মধ্যে ম্যাচ খেলেছে সাতটি। কোনো ফরম্যাটেই কখনও পাকিস্তানের বিপক্ষে জেতেনি নেদারল্যান্ডস। সর্বশেষ ২০২২ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ডাচরা।