ভারত কেন পাকিস্তানে খেলতে চায় না, জানতে আইসিসিকে পিসিবির চিঠি
আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসি)। পাকিস্তান না যেতে চাওয়ার কারণ নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে বিসিসিআই। সেটা কী, তা জানতে চেয়ে আইসিসিতে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, পর্দা নামবে ৯ মার্চ। এবারের আসরের আয়োজক পাকিস্তান, যা বেশ আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু প্রতিবেশি দেশটিতে নিজেদের দল পাঠাবে না বলে আইসিসিকে চিঠি পাঠায় বিসিসিআই। পরে ওই চিঠি পাওয়ার কথা পিসিবিকে জানায় আইসিসি।
আইসিসির কাছ থেকে বিষয়টি জানতে পেরে হতাশ পিসিবি। এ বিষয়ে পিসিবির এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'বিষয়টি পরিস্কার করতে আইসিসিকে একটি চিঠি পাঠিয়ে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। (আইসিসির) মেইলটি ফরোয়ার্ড করে (পাকিস্তান) সরকারের কাছে থেকেও সিদ্ধান্ত ও পরামর্শের অপেক্ষায় আছি আমরা।'
রাজনৈতিক কারণে সরকারের নির্দেশে ২০০৮ সাল থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সর্বশেষ ভারতে গেছে ২০১২-১৩ সালে। এরপর থেকে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দল দুটি।
২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তখনও নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। এরপর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়। ভারত তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এ ধরনের হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি নয় পিসিবি।
কেবল ভারতই নয়, ২৮ বছর আগে নিরাপত্তা শঙ্কায় শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১৯৯৬ বিশ্বকাপের ওই দুই ম্যাচে লঙ্কানদের জয়ী ঘোষণা করে পয়েন্ট দেওয়া হয়েছিল। তাই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দাবি, ভারত যদি পাকিস্তানে না যায়; পাকিস্তানকে জয়ী ঘোষণা করে পয়েন্ট দেওয়া হোক।