হঠাৎ লিগ কমিটির সভাপতির দায়িত্ব ছাড়লেন কাজী সালাউদ্দিন
পেশাদার লিগ কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়েছেন কাজী সালাউদ্দিন। তার জায়গায় লিগ কমিটির নতুন সভাপতি হিসেবে ইমরুল হাসানকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি। ইমরুল হাসান আগে থেকেই বাফুফের সহ-সভাপতির পদে ছিলেন।
গত বছর সেপ্টেম্বরে লিগ কমিটির সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সালাম মুর্শেদীকে সরিয়ে নিজেই এই পদে বসেন তিনি। এবার আগাম কোনো ঘোষণা ছাড়াই সেই পদ ছেড়ে আলোচনায় বাফুফে সভাপতি।
এদিকে সভাপতির দায়িত্ব পাওয়া ইমরুল হাসান বসুন্ধরা কিংসেরও সভাপতি। পেশাদার লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। প্রশ্ন উঠেছে, ১৪ মাস দায়িত্ব পালন করার পর সালাউদ্দিন এখন কেন ছেড়ে দিলেন পেশাদার লিগ কমিটির সভাপতির পদ?
বাফুফে সভাপতি গণমাধ্যমকে জানালেন, 'লিগ কমিটির অনেক কাজ। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন অনেক কিছু ঠিকঠাক চলছিল না। ফিকশ্চারসহ অনেক কিছু বদল হয়ে যেত। এখন গুছিয়ে দিয়েছি সব। সভাপতি হিসেবে আমাকে অনেক কাজ করতে হয়। সেসবও গুরুত্বপূর্ণ। আমি মনে করি, ইমরুল হাসান অনেক দক্ষ, তাই তাঁকে দায়িত্ব দিয়েছি।'