ব্রাজিলিয়ান লিগ থেকে অবনমিত হলো পেলে-নেইমারের সান্তোস
এই ক্লাবে খেলে নিজেকে চিনিয়েছেন পেলে, এই ক্লাবের হয়ে খেলার সময়ই নেইমারের সম্পর্কে জেনেছে বিশ্ব। ব্রাজিলের আরও অনেক কিংবদন্তি ফুটবলারের আঁতুড়ঘর সান্তোস।
১১১ বছরের সমৃদ্ধ ইতিহাস ক্লাবটির, এই দীর্ঘ সময়ে কখনোই ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমিত হয়নি সান্তোস। কিন্তু সেই গৌরব আর ধরে রাখতে পারল না পেলে-নেইমারদের সাবেক ক্লাবটি।
প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ 'সিরি আ' থেকে 'সিরি বি'তে অবনমিত হতে হলো সান্তোসকে। ব্রাজিলিয়ান লিগে নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে জিতলেই অবনমন এড়াতে পারত সান্তোস। কিন্তু ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে তারা। এ হারে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনও নিশ্চিত হয় সান্তোসের।
সান্তোসের অবনমন দেখে নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।'
২০ দলের লিগে ১৭তম হওয়াতে অবনমন হয়েছে সান্তোসের। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে তারা। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস।