নেইমারকে ছাড়াই এগিয়ে যেতে চান ব্রাজিলের নতুন কোচ
মাঠের সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে করুণ অবস্থা দলটির। ছয় ম্যাচে মাত্র সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আছে সেলেকাওরা। এমতাবস্থায় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফার্নান্দো দিনিজকে।
দিনিজকে ছাঁটাই করার পর নতুন কোচ হিসেবে ব্রাজিল নিয়োগ দিয়েছে দরিভাল জুনিয়রকে। এক সময় সান্তোসে নেইমারের কোচ থাকা দরিভাল জানিয়েছেন, দলের প্রাণভোমরাকে ছাড়াই এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
২০১০ সালে নেইমারকে প্রথম একাদশ বাদ দেওয়ার পর সান্তোসের কোচের পদ হারিয়েছিলেন দরিভাল। এবার তো ব্রাজিল জাতীয় দলেও নিজের পুরোনো শিষ্যকে পাবেন তিনি। তবে সহসাই নেইমারকে অনুশীলনে পাচ্ছেন না দরিভাল। ব্রাজিলিয়ান তারকা অস্ত্রোপচারের পর মাঠের বাইরে আছেন, খেলতে পারবেন না কোপা আমেরিকাতেও।
কিন্তু নেইমারকে নিয়ে পড়ে থেকে দলের ক্ষতি হতে দিতে চান না দরিভাল, আল-হিলাল ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মানলেও এখন তাকে ছাড়াই এগিয়ে যেতে চান ব্রাজিলের নতুন কোচ, 'নেইমার এখন চোটাক্রান্ত, তাকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়া শিখতে হবে। সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন এবং আমাদের সেই সুযোগ নিতে হবে।'
নেইমারের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব জাতীয় দলে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস দরিভালের, 'নেইমারের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সান্তোসের ব্যাপারটি ভিন্ন, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, তাই একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। এবং আমি সেটিকে সম্মানও দিয়েছি।'