চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অস্বস্তির রেকর্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনবারের টুর্নামেন্ট জয়ী ইংলিশ ক্লাবটি একটি লজ্জার রেকর্ড সঙ্গী করেই ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের গ্রুপ পর্বে ১৫ গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ কোনো ক্লাবের এটিই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক মৌসুমে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড।
ছয় ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে এরিক টেন হাগের দল৷ একটি ড্র'র সাথে হার জুটেছে চার ম্যাচে। বায়ার্ন মিউনিখ, গ্যালাতাসারে ও কোপেনহেগেনের গ্রুপে চতুর্থ হয়েছে তারা। যার কারণে ইউরোপা লিগেও খেলতে পারবে না ইউনাইটেড।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার্নের কাছে চার গোল, দ্বিতীয় ম্যাচে গ্যালাতাসারের কাছে তিন গোল, চতুর্থ ম্যাচে কোপেনহেগেনের কাছে চার গোল, পঞ্চম ম্যাচে গ্যালাতাসারের কাছে তিন গোল ও শেষ ম্যাচে বায়ার্নের কাছে এক গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আসরের শিরোপা সর্বশেষ ২০০৮ সালে জিতেছে রেড ডেভিলরা। সর্বশেষ ২০১১ তে ফাইনাল খেলার পর আর একবারও সেমি-ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ডের অন্যতম এই সফল ক্লাবটি।