রোহিতের ১১ বছরের নেতৃত্বের অবসান, মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া
রোহিত শর্মা এবং মুম্বাই ইন্ডিয়ান্স যেন একে অপরের পরিপূরক। ২০১১ সাল থেকে দলটির হয়ে আইপিএল খেলছেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। এই সময়ে মুকেশ আম্বানির দলটিকে নেতৃত্ব দিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগটিতে।
সামনের মৌসুমের আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকছেন রোহিত। তবে অধিনায়ক হিসেবে নন, শুধুই ব্যাটসম্যান হিসেবে। রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে আইপিএল ইতিহাসের অন্যতম সফল দলটি। ১১ বছর নেতৃত্ব দেওয়ার পর অবশেষে রোহিতের সময় ফুরিয়েছে।
এদিকে নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২০১৫ সালে মুম্বাইয়ের হয়েই আইপিএলে প্রথম খেলেছেন। যদিও সর্বশেষ দুই আসরে তিনি ছিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক। তার অধীনে দুবারই ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে গুজরাট। এবারের আইপিএলে মুম্বাইয়ে ফিরেছেন পান্ডিয়া। ফিরেই নেতৃত্বও পেয়ে গেলেন।
২০১৩ আসরের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ের অধিনায়কত্ব পান রোহিত। ফ্র্যাঞ্চাইজিটিকে পাঁচটি ট্রফি জিতিয়ে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিও পাঁচবার শিরোপা জিতিয়েছেন দলকে। হার্দিক পান্ডিয়ার অধিনাকত্ব করা অবশ্য নতুন কিছু নয়। গুজরাট টাইটান্স তো বটেই, রোহিতের অনুপস্থিতিতে ভারতকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের।