রেকর্ড গড়া জয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের উৎসর্গ করলেন জ্যোতি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ৫০ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ২৫০ রান করার পর স্বাগতিকদের ১৩১ রানে গুটিয়ে দিয়ে ১১৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের রেকর্ড গড়া জয়টি এসেছে বিজয় দিবসের দিনে। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই জয় উৎসর্গ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'আজ (গতকাল) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।'
এই ম্যাচের আগে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল সাত উইকেট হারিয়ে ২৩৪ রান। যেটি তারা করেছিলেন গত বছর বিশ্বকাপে। এবার প্রথমবারের মতো ২৫০ রান ছুঁয়েছে মেয়েদের দলীয় সংগ্রহ।