সুপ্তার দুর্বার ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শারমিন আক্তার সুপ্তার ব্যাটে সবকিছু চাওয়া মতোই এগোচ্ছিল। মনে হচ্ছিল দলের রেকর্ডের পাশাপাশি নিজের কীর্তি গড়ে ফেলবেন ডানহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম ও দলের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করার পথেই ছিলেন তিনি। কিন্তু শেষ বেলায় খেই হারানোয় সেটা হয়নি। তবে সুপ্তা-ফারজানার ব্যাটে বাংলাদেশ ঠিকই রেকর্ড সংগ্রহ গড়েছে।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০২৩ সালে ইস্ট লন্ডনে প্রোটিয়াদের বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। আজ আড়াই'শ ছাড়ানো ইনিংসটি আয়াল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ, আগেরটি ছিল ৭ উইকেটে ২১০ রান।
টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। রান তোলার গতি কম থাকলেও উইকেট হারায়নি তারা। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। দুই ব্যাটারই ধীর গতিতে রান তুলেছেন। মুর্শিদার বিদায়ে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ক্যাচ তুলে ফেরার আগে ৬১ বলে ৫টি চারে ৩৮ রান করেন মুর্শিদা। উইকেট হারালেও চাপ বুঝতে হয়নি বাংলাদেশকে।
ফারজানার সঙ্গে উইকেটে যোগ দেন সুপ্তা। ফারজানা ধীর-স্থির থাকলেও শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ১৬ মাস পর ওয়ানডে দলে ফেরা সুপ্তা। দ্বিতীয় উইকেটে এ দুজন ১০৩ বলে ১০৪ রানের জুটি গড়েন। এর মধ্যে সুপ্তার অবদানই বেশি। মারকুটে মেজাজে ব্যাট চালানো ডানহাতি এই ব্যাটার ৪১ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।
দলীয় ১৬৩ রানে আউট হন পরের দিকে রান বাড়িয়ে নেওয়া ফারজানা। বাংলাদেশের ডানহাতি এই ওপেনার ১১০ বলে ৪টি চারে ৬১ রান করেন। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান আজ ক্যারিয়ারের একাদশ হাফ সেঞ্চুরির দেখা পেলেন। তার বিদায়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটি গড়েন অসাধারণ ব্যাটিং করে যাওয়া সুপ্তা। এই জুটি থেকে আসে ৬১ রান, এখানেও সামনে থেকে নেতৃত্ব দেন সুপ্তা।
৪৭তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে আউট হন জ্যোতি, ২৮ বলে ৩টি চারে ২৮ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার। ১৯তম ওভারে উইকেটে যাওয়া সুপ্তা আরও কিছুটা সময় উইকেটে থাকেন, ৪৯তম ওভারে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানের দুর্বার এক ইনিংস। আন্তর্জাতিক ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। ৯ বলে ১৩ রান করেন স্বর্ণা আক্তার। আয়ারল্যান্ডের ফ্রেয়া সারজেন্ট ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান লরা ডেলানি ও এইমি ম্যাগুয়ার।