কোপা আমেরিকা শেষ নেইমারের
শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। ২০২৪ কোপা আমেরিকা খেলতে পারবেন না নেইমার, জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের ম্যাচে চোট পান নেইমার। স্ক্যানের পর জানা গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের।
গত দুই নভেম্বর অস্ত্রোপচারও করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে কোপা আমেরিকার আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন না তিনি। অন্তত ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তাই মনে করেন, 'কোপার বেশি সময় নেই। পুনর্বাসন প্রক্রিয়ার সব ধাপ শেষ করার জন্য এটি যথেষ্ট সময় নয়।'
নেইমার কোপা না খেললেও ফিরতে পারেন সামনের মৌসুমের শুরুতে, আগস্ট মাসে আবারও মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে।