মাদক নেওয়ার অভিযোগে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার
ডোপ-বিরোধী আইন ভেঙে শাস্তি পেলেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার। 'বিনোদনমূলক মাদক' গ্রহণের অভিযোগে ওয়েসলি মাধেভেরে ও ব্যান্ডন মাভুটাকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এই দুই ক্রিকেটার।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মাধেভেরে ও মাভুটার শাস্তির বিষয়ে জানায় জিম্বাবুয়ে ক্রিকেট। সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হন তারা। তাদের শরীরে বিনোদনমূলক মাদকের উপস্থিতি পাওয়া গেছে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুজনই দলে ছিলেন।
জেডসির খেলোয়াড় ও অফিশিয়ালদের জন্য তৈরি করা আচরণবিধি অনুযায়ী মাধভেরে ও মাভুটাকে অভিযুক্ত করা হয়। ব্যবস্থামূলক সিদ্ধান্তের জন্য দ্রুতই শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে।
খারাপ সময় যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটে। তারা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছে ২০১৫ সালে। আফ্রিকার দেশটি টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। দলের ব্যর্থতার দায় নিয়ে গতকালই প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন ডেভ হটন, পরের দিন নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার।
মাধেভেরের বয়স সবে ২৩, দলটির অন্যতম প্রতিভাবান খেলোয়াড় তিনি। অফ স্পিনিং এই অলরাউন্ডারের অভিষেক বাংলাদেশের বিপক্ষে, ২০২০ সালে সিলেটে। জিম্বাবুয়ের হয়ে ২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন মাধেভেরে। আরও আগে থেকে খেলা লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুটা দেশের হয়ে ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন।