শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ২৯ নেতাকর্মী বহিষ্কার
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজীবুর রহমানও রয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন চলাকালে হামলার অভিযোগে শৃঙ্খলাবোর্ডের সুপারিশে ২৩৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অধিকতর শাস্তির বিষয়ে তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে নৃবিজ্ঞান, পলিটিক্যাল স্টাডিজ, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, বাংলা, বায়োকেমিস্ট্রি, লোকপ্রশাসন, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ কয়েকজন রুদ্র সেন হত্যা মামলার আসামি হিসেবে সিলেট কারাগারে আটক রয়েছেন।