পায়রা ইস্যুতে খাজার পাশে কামিন্স
পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে নিজের জুতোয় 'স্বাধীনতা একটি মানবাধিকার' ও 'প্রতিটি জীবনের মূল্য সমান' বার্তা লিখেছিলেন খাজা। তবে ম্যাচে এমন কিছু করলে শাস্তি পেতে হবে, আইসিসির এমন সতর্কবার্তার পর টেপ দিয়ে সেসব লেখা মুছে দেন এই অজি বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু পার্থে তিনি খেলতে নামেন কালো আর্মব্যান্ড পরে।
পূর্ব অনুমতি ছাড়া এই কাজ করায় নিয়মের লঙ্ঘন হয়েছে, এমন কারণ দেখিয়ে খাজাকে তিরস্কার করে আইসিসি। এবার মেলবোর্নে জুতায় শান্তির প্রতীক পায়রার লোগো নিয়ে নামতে চেয়েছিলেন খাজা। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অনুমতি দেয়নি সেটিরও।
আইসিসি তার সঙ্গে একপ্রকার অনানুষ্ঠানিক যুদ্ধে নামলেও খাজা পাশে পাচ্ছেন তার অধিনায়ক প্যাট কামিন্সকে। এর আগেও এই ইস্যুতে খাজার পক্ষ নিয়েছিলেন কামিন্স। এবার পায়রা ইস্যুতেও কামিন্স বলেছেন, খাজা নিজের মাথা উঁচুই রাখতে পারেন এবং পায়রা প্রতীক আক্রমণাত্মক কিছুই নয়।
গণমাধ্যমে কামিন্স জানান, 'আমরা সবাই উজির (খাজা) পাশে আছি। আমরা মনে করি, সে যেটা বিশ্বাস করে সেটিই করছে, এবং সে যথেষ্ট সম্মান বজায় রেখেই তা করছে। আমি গত সপ্তাহে বলেছিলাম 'সব জীবনের মূল্য সমান' এটিও যেমন আক্রমণাত্মক কিছু নয়, পায়রার প্রতীকের বিষয়েও আমার একই মন্তব্য।'
দলের ওপেনারকে নিজের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান কামিন্স, 'উজি এমনই, সে যেভাবে বিষয়টিকে যেভাবে সামলেছে, তার মাথা উঁচুই রাখা উচিত।'