চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়, প্রদর্শনী হবে যেসব জায়গায়
ভারত-পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে এখনও ঝুলে আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, চূড়ান্ত হয়নি সূচি ও ভেন্যু। এই অনিশ্চয়তার মাঝেই আইসিসি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার বিশ্ব ভ্রমণ। এর অংশ হিসেবে আজ বাংলাদেশে এসে পৌঁছেছে টুর্নামেন্টটির সুদৃশ্য শিরোপা।
সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌঁছায় ট্রফিটি। প্রথম দিন কোনো আনুষ্ঠানিক কার্যক্রম না থাকলেও মঙ্গলবার থেকে শুরু হবে প্রদর্শনী। সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে ট্রফি নিয়ে যাওয়া হবে। এরপর বিকেলে ট্রফিটি নিয়ে যাওয়া হবে কক্সবাজার।
বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিন সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে আসবে।
বৃহস্পতিবার ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং মলে প্রদর্শিত হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষ দেখতে পারবেন ট্রফিটি। শুক্রবার ট্রফি যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে জাতীয় নারী ও পুরুষ দলের ক্রিকেটার, সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক এবং সংবাদকর্মীদের জন্য।
বাংলাদেশ সফর শেষ করে ট্রফি চলে যাবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা থেকে এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে পৌঁছাবে।
ফেব্রুয়ারি-মার্চে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও পাকিস্তানে যেতে ভারত আপত্তির জানানোয় ভেন্যু ও সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। ভারত তাদের প্রতিবেশি দেশটিতে খেলতে যেতে চায় না বলে হাইব্রিড মডেলে কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।