'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'
ফিফা বিশ্বকাপের সবগুলো আসরে খেলা একমাত্র দল ব্রাজিল। ফুটবলের সবথেকে মর্যাদার আসরটি সর্বোচ্চ পাঁচবার জেতার রেকর্ডও তাদেরই।
অথচ ২০০২ বিশ্বকাপ জয়ের পর পাঁচটি বিশ্বকাপে আর ফাইনালেই উঠতে পারেনি সেলেকাওরা। মাত্র একবার সেমি-ফাইনাল খেলেছে, সেটিতেও ঘরের মাঠে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে ৭-১ গোলের ব্যবধানে।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও করুণ অবস্থা দলটির। ছয় ম্যাচে মাত্র সাত পয়েন্ট পেয়েছে ব্রাজিল। পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে সেলেকাওরা।
এক সময়ের প্রবল পরাক্রমশালী দলটির এমন করুণ অবস্থা দেখলে সেলেকাওদের সর্বকালের সেরা ফুটবলার পেলেও কষ্ট পেতেন বলে মন্তব্য করেছেন ব্রাজিল কিংবদন্তির ছেলে এডিনহো। আগামী শুক্রবার পেলের চলে যাওয়ার এক বছর পূর্ণ হবে। তার আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল ফুটবলের দুর্দশা নিয়ে কথা বলেছেন পেলের ছেলে এডিনহো।
এএফপিকে এডিনহো বলেন, 'এই সংকট হঠাৎ তৈরি হয়নি। ভেতরে বড় এবং জটিল সমস্যা রয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে সরে যাচ্ছি। এখনও আমাদের দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে। কিন্তু ভালোমানের খেলোয়াড়রা সেভাবে আর উঠে আসছে না।'
সব মিলিয়ে এডিনহোর বিশ্বাস, 'এই নিয়ে কোনো সন্দেহই নেই যে তিনি (পেলে) এ বছর বেঁচে থাকলে বড় দুঃখ পেতেন।' শুধু ব্রাজিলই নয়, তার প্রিয় ক্লাব সান্তোসের করুণ দশা দেখেও পেলে দুঃখ পেতেন। ক্লাবটি নিজেদের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অবনমিত হয়েছে। যা সান্তোসের জন্য বড় একটা ধাক্কা। তবে এতে বিস্মিত নন এডিনহো। ক্লাবের আর্থিক দুরবস্থা এবং নীতিনির্ধারকদের দ্বন্দ্বের কারণে এমন পরিণতি অনিবার্যই ছিল বলে মনে করেন এডিনহো!