এক লাখ টাকা করে পুরস্কার পেলেন এশিয়া কাপজয়ী যুবারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী যুবাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি। জয়ী দলের সদস্যরা প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে।
শুধু ক্রিকেটারদেরকেই নয়, দলের স্টাফদেরও অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি। দক্ষিণা আফ্রিকায় ১৯ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। তার আগেই যুবাদেরকে এশিয়া কাপ জেতার পুরস্কার দিয়েছে বিসিবি।
খেলোয়াড়দেরকে এক লাখ করে ও স্টাফদেরকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে। গত বছরের ১৭ ডিসেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এশিয়া কাপ জয়ী দল নিয়েই বিশ্বকাপে খেলবে বাংলাদেশের যুবারা। আগামী রবিবার দেশ ছাড়বে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন দল। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 'এ' গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়া বাকি দুই দল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।