কারাগার থেকে মুক্ত প্রেমিকাকে খুন করা ব্লেড রানার পিস্টোরিয়াস
কারাগার থেকে মুক্তি পেয়েছেন ব্লেড রানার বলে পরিচিত অস্কার পিস্টোরিয়াস। প্রেমিকাকে খুন করার দায়ে জেলে ছিলেন এই দক্ষিণ আফ্রিকান ক্রীড়াবিদ।
১১ বছর আগে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেছিলেন পিস্টোরিয়াস। ২০১২ লন্ডন অলিম্পিকে দৌড়েছেন দুই পা বিহীন এই ব্লেড রানার।
২০১৩ সালে ভালোবাসা দিবসের দিন স্টিনক্যাম্পকে বাথরুমের দরজা ভেদ করে চারবার গুলি করেন পিস্টোরিয়াস, এতে মৃত্যু হয় ২৯ বছর বয়সী স্টিনক্যাম্পের। তার আগের বছরই লন্ডনে অলিম্পিকে ইতিহাস গড়েন এই দৌড়বিদ। অলিম্পিকে দুই পা বিহীন প্রথম দৌড়বিদ তিনিই।
২০১৪ সালে উচ্চ আদালতের রায়ে অনিচ্ছাকৃত হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছিলেন পিস্টোরিয়াস। এরপর স্টিনক্যাম্পের পরিবারের আপিলের ভিত্তিতে আদালত তাকে ইচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করেন। ২০১৭ সালে দীর্ঘ শুনানি ও কয়েক দফা আপিলের পর তাকে দোষী সাব্যস্ত করে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পিস্টোরিয়াসের বিরুদ্ধে অভিযোগ ছিল, রাগের মাথায় প্রেমিকাকে মেরে ফেলেছেন তিনি। যদিও স্টিনক্যাম্পকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন পিস্টোরিয়াস। দক্ষিণ আফ্রিকার এই ক্রীড়াবিদেত দাবি ছিল, ডাকাত ভেবে গুলি করেছিলেন তিনি।
প্যারোলে মুক্তি পাওয়ার পর কিছু শর্ত মেনে চলতে হবে পিস্টোরিয়াসকে। ২০২৯ সালে নিজের সাজা শেষ হওয়া পর্যন্ত পিস্টোরিয়াসকে মানসিক থেরাপিতে অংশ নিতে হবে। এ সময়ের মধ্যে অ্যালকোহলসহ যে কোনো নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে তাকে। জনসেবামূলক কাজে অংশ নিতে হবে, দিনের একটা নির্দিষ্ট সময় পিস্টোরিয়াসের বাসায় থাকাও বাধ্যতামূলক।