মেসিকে ব্যালন ডি'অর জেতাতে তদবির করেছে পিএসজি!
বিতর্ক যেন পিএসজির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে, নতুন নতুন সব ঘটনার সঙ্গে জুড়ছে ফরাসি ক্লাবটির নাম। টাটকা বিতর্ক হলো, লিওনেল মেসিকে ব্যালন ডি'অর জেতাতে নাকি পিএসজি তদবির করেছে!
পিএসজির সঙ্গে সম্পর্কটা কখনোই খুব মধুর ছিল না লিওনেল মেসির। ফরাসি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তির সময়টা বেশ তেতোই গেছে আর্জেন্টাইন কিংবদন্তির। শেষ পর্যন্ত তো ক্লাব ছেড়েছেন চুক্তি শেষ হওয়ার পরপরই৷
এবার মেসি ও পিএসজিকে জড়িয়ে উঠে এসেছে এক নতুন খবর। ফরাসি গণমাধ্যমে বলা হচ্ছে, মেসিকে ব্যালন ডি'অর জেতাতে পুরস্কার কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল সাময়িকীর কাছে তদবির করেছে পিএসজি। এই ঘটনায় ফরাসি ক্লাবটির বিরুদ্ধে তদন্তেও নেমেছে প্যারিসের প্রসিকিউটর অফিস।
ফ্রান্সের একটি সংবাদমাধ্যম লা মন্দে তাদের প্রতিবেদনে বলেছে, পিএসজির উর্ধ্বতন কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল সাময়িকীর সাবেক প্রধান এবং ব্যালন ডি'অরের সংগঠক প্যাসকেল ফেরের মাধ্যমে এই পুরস্কার দেওয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছে। পিএসজির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ফেরেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে মেসির পক্ষে তার সমর্থন পাওয়ার চেষ্টা করেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পিএসজি নিশ্চিত করতে চেয়েছিল মেসি ক্লাবে থাকা অবস্থাতেই যেন ব্যালন ডি'অর জেতেন। কারণ, ক্লাবে থাকা অবস্থায় কোনো খেলোয়াড় ব্যালন ডি'অর জিতলে সেই ক্লাবের ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ফেরে এবং তার সাথের লোকজন।