সাকিব নন, রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান
ফরচুন বরিশাল ছেড়ে সরাসরি চুক্তিতে এবার রংপুর রাইডার্সে ঠিকানা গেড়েছেন সাকিব আল হাসান। বিপিএলের দলটির অধিনায়ক তিনিই হবেন, সবাই এমনই ধরে নিয়েছিল। সাকিবকে অধিনায়ক করতে চেয়েছিল রংপুরও। কিন্তু নেতৃত্বের চান নিতে চান না অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাই নুরুল হাসান হাসান সোহানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রংপুর।
মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দলের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। সেখানেই অধিনায়কত্ব করা নিয়ে সাকিবের ভাবনার কথা জানান তিনি।
ইশতিয়াক সাদেক বলেন, 'প্রাথমিকভাবে তো আমরা (অধিনায়ক হিসেবে) সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। তবে সাকিবই আমাদের বলেছে, ও অধিনায়কত্বের চাপ নিতে চায় না। তাই আমরা নুরুল হাসান সোহানকে এবার অধিনায়ক হিসেবে ঘোষণা করেছি।' গত বছরও সোহানের নেতৃত্বে খেলে রংপুর। তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি।
নেতৃত্বের চাপ ছাড়াও শারীরিক জটিলতা আছে সাকিবের, চোখের সমস্যায় ভুগছেন তিনি। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোখের সমস্যা তাকে ভুগিয়েছে। চেন্নাইয়ে চিকিৎসক দেখান তিনি। যদিও সে সময় আনুষ্ঠানিকভাবে তার সমস্যার কথা জানা যায়নি। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বকাপে চোখের সমস্যায় ভুগেছেন তিনি। ব্যাটিংয়ের সময় বলা দেখা নিয়ে খুবই অস্বস্তিবোধ করতে হয়েছে তাকে।
বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, চেন্নাইয়ে চিকিৎসক দেখানোর পর সাকিবকে চোখের ড্রপ দেওয়া হয়। তবে সেই ড্রপ কাজে আসেনি। 'স্ট্রেস' থেকে সাকিবের চোখের সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। চাপ কমে গেলে সমস্যা কমে যাবে বলেও জানানো হয়।
চোটের কারণে বিশ্বকাপের শেষ অংশে ছিটকে যান সাকিব, যুক্তরাষ্ট্রে যান পরিবারের কাছে। চাপ কমলেও তার চোখের সমস্যা দূর হয়নি। যুক্তরাষ্ট্র গিয়ে আবারও চিকিৎসক দেখান সাকিব। যদিও তার চোখে কোনো সমস্যা খুঁজে পায়নি চিকিৎসকরা। চাপ ছিল না বলেই চোখের সমস্যা পাওয়া যায়নি বলে ধরে নেওয়া হয়।
এরপর নির্বাচনের মাঠে তুমুল ব্যস্ত থাকতে হয় মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবকে। ব্যস্ততা, চাপে আবারও চোখের সমস্যা ফিরে আসে তার। কদিন আগে রংপুর রাইডার্সের অনুশীলনে চমশা পরে ব্যাটিং করেন সাকিব, যদিও সমাধান মেলেনি। স্ট্রেস থেকেই চোখের সমস্যা হচ্ছে কিনা, সেটা নিশ্চিত হতে লন্ডনে চিকিৎসক দেখাতে গেছেন সাকিব।
লন্ডনে তার চিকিৎসার ব্যাপারে কিছু জানা যায়নি। ১৮ জানুয়ারির মধ্যে সাকিব দেশে ফিরবেন জানিয়ে ইশতিয়াক সাদেক বলেন, 'বাংলাদেশে যে আপডেট ছিল, তার চোখে ফ্লুইড জমেছিল... লন্ডনেও এনজিওগ্রাম করানো হয়েছে, একই রিপোর্ট পাওয়া গেছে। আজ দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি, বড় কোনো পরির্বতন হবে না। তার এখন বিশ্রাম, চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। তবে ১৮ তারিখের মধ্যেই সে দেশে চলে আসবে। প্রথম ম্যাচে অবশ্যই তাকে পাচ্ছি আমরা।'