বিপিএলের সাদামাটা উদ্বোধন
বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে দিনে দিনে উন্নতি হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেটার উল্টো। একটা সময়ে জাকজমকপূর্ণভাবে আয়োজিত হতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। থাকতো উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বের নামিদামি ক্রিকেটারদের ভীড় লেগে যেত। কিন্তু সময় যতো গড়িয়েছে জৌলুশ হারিয়েছে বিপিএল, গত কয়েক আসর ধরে সাদামাটাভাবেই অনুষ্ঠিত হচ্ছে আসরটি।
এবারও ঠিক একইভাবে মাঠে গড়ালো বিপিএল। নেই উদ্বোধনী অনুষ্ঠান বা বিশেষ কোনো আয়োজন। বিদেশি তারকা ক্রিকেটারদেরও সেভাবে দেখা যাচ্ছে না। উল্টো দলগুলো চিন্তায় বিদেশি ক্রিকেটাররা তাদের বোর্ড থেকে অনাপত্তিপত্র পাচ্ছেন না বলে। এর মাঝেই আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠলো বিপিএলের দশম আসরের।
টুর্নামেন্টটি নিয়ে দর্শক উন্মাদনা থাকলেও আয়োজকদের মাঝেই সেটার অভাব দেখা গেছে। বিপিএল শুরুর কদিন আগেও চালানো হয়নি কোনো প্রচারণা, স্টেডিয়ামের ভেতর-বাইরে ছিল না বলার মতো আয়োজন।
উদ্বোধনী দিনে মাঠে লাল গালিচা রাখা হয়, তাতে দাঁড়ানো উদ্বোধনী ম্যাচের দুই দলের ক্রিকেটার, আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর একবার স্মোক কালার বোম ফুটিয়ে ও বেলুন উড়িয়ে উদ্বোধন হয় বিপিএলের। সব মিলিয়ে ১০ মিনিটের আয়োজন রাখা হয়েছিল, টসের পরপরই যা শেষ হয়ে যায়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হয়েছে।
দুর্দান্ত ঢাকা: নাঈম শেখ, দানুশকা গুনাথিলাকা, চাতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম এবং উসমান কাদির।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন কুমার দাস (উইকেটরক্ষক ও অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, রস্টন চেস, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফের্ড ও মুশফিক হাসান।