প্যারিস অলিম্পিকে খেলতে চান মেসি-দি মারিয়া
ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অর জিতেছেন কদিন আগেই, জিতেছেন ফিফা দ্য বেস্টের পুরস্কারও। সবমিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে লিওনেল মেসির। কয়েক মাস পরেই অলিম্পিকের আসর বসবে প্যারিসে। ২০২৪ অলিম্পিকের ফুটবলে অংশ নেবে ১৬টি দল। যার মধ্যে দুটি দল থাকবে লাতিন অঞ্চল থেকে।
সেই দুই দলের মধ্যে যদি আর্জেন্টিনাও থাকে তাহলে প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছা পোষণ করেছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। বয়সভিত্তিক ফুটবলে যুব বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার হয়ে মেসি ও দি মারিয়ার প্রথম বড় অর্জন ছিল ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জয়। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে দুজনই আবার অলিম্পিকে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।
এর মধ্যে দি মারিয়া জুন–জুলাইয়ে কোপা আমেরিকা খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। অলিম্পিক দলে ডাক পেলে প্যারিসেই ক্যারিয়ারের ইতি টানবেন বেইজিং অলিম্পিক ফাইনালের গোলদাতা এই আর্জেন্টাইন উইঙ্গার।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিরেকটিভি স্পোর্টস জানিয়েছে, মেসি এবং দি মারিয়া প্যারিস অলিম্পিকে খেলতে আগ্রহী। নিজেদের আগ্রহের বিষয়টি দুজনই কয়েকবার প্রকাশও করেছেন। মার্চের মাঝামাঝি সময় চীন সফরে যাবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা যদি অলিম্পিকে খেলা নিশ্চিত করে, তাহলে একই সময়ে সেখানে অনূর্ধ্ব–২৩ ও অনূর্ধ্ব–২০ দলকেও পাঠানো হবে। যাতে করে তাদের সঙ্গে মেসি–দি মারিয়াদের বোঝাপড়া ভালোভাবে গড়ে ওঠে।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট শুরু হবে ২৪ জুলাই, শেষ হবে ১০ আগস্ট। এর আগে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে শেষ হবে কোপা আমেরিকা। মেসি-দি মারিয়া যদি শেষ পর্যন্ত সত্যিই অলিম্পিকে খেলেন তাহলে বেশ ধকলের ওপর দিয়েই যাবে তাদের জুন থেকে আগস্ট সময়টা।