৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে শেষ করলেন সামিউল
অলিম্পিক সাঁতারে ১০০ মিটার ফ্রিস্টাইলের দ্বিতীয় হিটে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়ে শেষ করেছেন তিনি।
সব মিলিয়ে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে সামিউল। সময়ের হিসেবে শীর্ষ ১৬ জন উঠেছেন সেমিফাইনালে। তবে বিদায় নিলেও নিজের ক্যারিয়ারের সেরা টাইমিংটা এই হিটেই করেছেন সামিউল।
৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড। সামিউল সময় নিয়েছেন ৫৩.১০ সেকেন্ড।
এই ইভেন্টে তার সেরা টাইমিং আগে ছিল ৫৩.১২ সেকেন্ড। প্যারিসের লা ডিফেনসে সাঁতার অ্যারেনার ১০০ মিটার ফ্রিস্টাইলের দ্বিতীয় হিটে ছয় নম্বর লেনে ছিলেন সামিউল। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে আটজনে হয়েছেন পঞ্চম।
এত পেছনে থেকে শেষ করলেও ব্যক্তিগত সেরা টাইমিং করতে পেরে সামিউল খুশি। মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকদের এই সাঁতারু বলেছেন, 'নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল আমার। সেটা পেরেছি। সেরা টাইমিং হয়েছে, এতে ভালো লাগছে।'
তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে এই টাইমিং অনেক পিছিয়ে, সেটাও স্বীকার করেছেন সামিউল, 'এই ইভেন্টে সেমিফাইনালে খেলা সাঁতারুদের টাইমিং থাকে ৪৭ থেকে ৪৮ সেকেন্ডের মধ্যে। আমরা বেশ পিছিয়ে। আমি নিজের সেরা টাইমিং করলেও ইচ্ছা ছিল ৫২ সেকেন্ডের মধ্যে সাঁতার শেষ করা।'