বিপিএলে তিন হাজার রানে প্রথম তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবগুলো আসরেই খেলেছেন তামিম ইকবাল। প্রায় সব আসরেই অভিজ্ঞ এই ওপেনারের ব্যাটে রান ছিল। দীর্ঘদিন পর ম্যাচে ফেরা তামিম ফরচুন বরিশালের হয়ে প্রথম ম্যাচে রানের দেখা পান, নিজেদের দ্বিতীয় ম্যাচেও ব্যাট কথা শুনেছে তার। রানের এই ধারাবাহিকতায় বিপিএলে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেছেন বরিশাল অধিনায়ক।
আসরটির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার পূর্ণ করেছেন তামিম। ২০১২ সালে শুরু হওয়া বিপিএলে এবার নিয়ে আট নম্বর ফ্র্যাঞ্চাইজিতে খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান ৯১টি ম্যাচ খেলেছেন। ৯০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.০৩ গড়ে তার রান ৩ হাজার ৫। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৩ বলে ৫টি চারে ৪০ রান করেছেন তামিম। মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ৩৫ রান।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন জাতীয় দল তামিমের দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যানও এবার বরিশালের হয়ে বিপিএল খেলছেন। ১০৭ ইনিংসে ১৯টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.১৫ গড়ে মুশফিকের রান ২ হাজার ৯৭৬। আর ২৪ রান করলেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজারি ক্লাবে নাম লেখাবেন তিনি।
তামিম আজ হাফ হাফ সেঞ্চুরি মিস করলেও দুর্বার ব্যাটিংয়ে তুলে নেন বিপিএলের ১৯তম হাফ সেঞ্চুরি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তোলা ডানহাতি এই ব্যাটসম্যান ৩৯ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন। তার আগে অন্য কোনো ব্যাটসম্যানের ৩ হাজার রান পূর্ণ করার সম্ভাবনা নেই। কারণ যথাক্রমে তিন-চারে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসরা ৩ হাজার থেকে এখনও বেশ দূরে।
বিপিএলে তামিম-মুশফিকের রানের লড়াই দীর্ঘ দিনের। ২০১৬ বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করেন মুশফিক। এই মাইলফলকে দ্বিতীয় ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করেন তামিম। একই আসরে তিনজনের ১ হাজার রান পূর্ণ হয়। ২০১৯ বিপিএলে মুশফিককে ছাড়িয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজারি ক্লাবে নাম লেখান। তিন হাজারি ক্লাবেও তিনি আগে পৌঁছালেন।
তামিম, মুশফিকের সঙ্গে মাহমুদউল্লাহও এবার ফরচুন বরিশালে খেলছেন। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে থাকা অভিজ্ঞ এই ব্যাটসম্যান ১০০ ইনিংসে ১০টি হাফ সেঞ্চুরিসহ ২৭.০৮ গড়ে ২ হাজার ৩২৯ রান করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ইমরুল কায়েস ১০৫ ইনিংসে ২ হাজার ২৫৪ রান নিয়ে চতুর্থ ও রংপুর রাইডার্সে খেলা সাকিব আল হাসান ৯৮ ইনিংসে ২ হাজার ১৪৪ রান করে পাঁচ নম্বরে আছেন।