এবার বৈশ্বিক টুর্নামেন্টে থ্যাইল্যান্ডের বক্সারকে হারালেন সুরকৃষ্ণ
এবার বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বক্সার সুরকৃষ্ণ চাকমা। থ্যাইল্যান্ডে আয়োজিত এই ইভেন্টে বাংলাদেশের এই বক্সার হারিয়েছেন থ্যাই বক্সার সোর্নরাম সোপাকুলকে। লাইটওয়েট ক্যাটাগরির এই ম্যাচটি জিততে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি সুরকৃষ্ণকে।
লড়াইটি ছয় রাউন্ডের হওয়ার কথা থাকলেও মাত্র দুই রাউন্ডেই শেষ হয়েছে। কারণ, দ্বিতীয় রাউন্ডেই থাই বক্সার সোর্নরামকে নকআউট করেছেন সুরকৃষ্ণ। মাত্র এক মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশি এই বক্সার৷
দ্রুতগতিতে হাত চালানোর দক্ষতার জন্য সুরকৃষ্ণকে 'জুম্মো রক' বলে ডাকা হয়। এই বৈশ্বিক ইভেন্টে জয়ের আগে সুরকৃষ্ণ জিতেছেন এশিয়ান বক্সিং ফেডারেশন আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সুপার লাইটওয়েট ক্যাটাগরিতেও। তাই এমন জয় সুরকৃষ্ণর জন্য প্রথম নয়।
সুরকৃষ্ণের এই সাফল্যে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চেয়ারম্যান আদনান হারুন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, 'আমরা সবসময় আমাদের দেশের অ্যাথলেটের ওপর বিশ্বাস রাখি। বক্সিংয়ের প্রতি তাদের ভালোবাসা ও প্রত্যয়ের কারণেই আমরা আজ আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করতে পারছি। আর সুরকৃষ্ণের কথা আলাদা করে বললে, প্রতিটা ম্যাচের জন্য সে যেভাবে নিজেকে প্রস্তুত করে, সেটির ফলাফল হিসেবেই আজ আমরা গর্বিত।'
এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন ও এশিয়ান বক্সিং ফেডারেশন অনুমোদিত। বাংলাদেশের প্রতিযোগীদেরকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সাহায্য করেছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট ও বিকাশ।