প্রথম হারের স্বাদ পেলেন সুরকৃষ্ণ, এবার জিতলেন ১৯ বছর বয়সী উৎসব
বক্সিংয়ে আরেকটি সুখবর পেল বাংলাদেশ। সুরকৃষ্ণ চাকমার পর এবার বাংলাদেশের দ্বিতীয় বক্সার হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলেন উৎসব আহমেদ। ১৯ বছর বয়সী এই বক্সার বেক্সিমকোর আয়োজন করা এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপে হারিয়েছেন ভারতীয় বক্সার মাজহার হোসেনকে।
দেশসেরা বক্সার সুরকৃষ্ণ চাকমার জন্য অবশ্য রাতটি আশানুরূপ যায়নি। তিনি হেরে গেছেন চীনের বক্সার বিয়াও লিউয়ের কাছে। এটি সুরকৃষ্ণ চাকমার প্রথম কোনো হার। তবে উৎসবের জয়ের স্বাক্ষী হতে পেরে উপস্থিত দর্শকরা নিজেদের পয়সা উশুল ভাবতেই পারেন।
এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্টের আয়োজন করা এই বক্সিং ইভেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের ২২ জন বক্সার এতে অংশগ্রহণ করেন। বাংলাদেশের উঠতি বেশ কয়েকজন বক্সারও ছিলেন এই তালিকায়।
সুরকৃষ্ণ হেরেছেন ছয় রাউন্ডের ম্যাচে। প্রথম দুই রাউন্ডে সুরকৃষ্ণ এগিয়ে গেলেও চীনের বক্সার বিয়াও লিউ পরের চার রাউন্ডে ম্যাচে ফেরেন। শেষ পর্যন্ত ম্যাচ জিতেও নেন বিয়াও। আর সুরকৃষ্ণ পেয়েছেন ক্যারিয়ারে প্রথম হারের স্বাদ।
অপরদিকে ১৯ বছর বয়সী উৎসব জিতেছেন ভারতীয় বক্সার মাজহারের বিপক্ষে। আট রাউন্ড স্থায়ী হওয়া ম্যাচ জিতে এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট টাইটেল নিজের করে নিয়েছেন বাংলাদেশী এই তরুণ বক্সার।