ঢাকাকে গুঁড়িয়ে জয়ে ফিরলো সাকিবদের রংপুর
হাফ সেঞ্চুরি করা অ্যালেক্স রস ছাড়া কেউ-ই লড়তে পারলেন না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ঢাকার ব্যাটসম্যানরা যোগ দিলেন আসা-যাওয়ার মিছিলে, ২০ রানের গণ্ডিও পেরোতে পারলেন না কেউ। আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদদের বোলিংয়ের সামনে সামান্যতম লড়াইও করতে পারলো না মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ব্যাটে-বলে শাসন করে দাপুটে জয় তুলে নিল রংপুর রাইডার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর। নুরুল হাসান সোহান, সাকিব আল হাসানদের দলের এটা দ্বিতীয় জয়। চার ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে রংপুর। তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বর দল ঢাকা।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা রংপুরকে পথ দেখান তাদের পাকিস্তানি তারকা ব্যাটসম্যান বাবর আজম। ঝড়ো ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই, অবদান রাখেন ব্র্যান্ডন কিং ও অধিনায়ক সোহানও। তাদের ব্যাটে ৮ উইকেটে ১৮৩ রান তোলে রংপুর। জবাবে শুরুতেই দিক হারানো ঢাকা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৩ ওভারে ১০৩ রানেই অলআউট হয়ে যায়। মাঝে কেবল লড়েন অ্যালেক্স রস।
বড় লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় দুর্দান্ত ঢাকা। স্কোরকার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আজমতউল্লাহর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দানুসকা গুনাথিলাকা। এরপর ৩১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন নাঈম শেখ ও সিয়াম আইয়ুব। ১৭ রান করা সিয়ামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আজমতউল্লাহই।
দ্বিতীয় উইকেট হারানোর পর দিক হারিয়ে বসে ঢাকা, অবিরত ধারায় হারাতে থাকে উইকেট। ভাঙনের মাঝেই দারুণ লড়াই করেন রস। ডানহাতি এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ৩৫ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫১ রান করেন। অধিনায়ক মোসাদ্দেক ১৮ বলে ২টি চারে ১৫ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারেননি, দলটির চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। রংপুরের শেখ মেহেদি ৩টি এবং আজমতউল্লাহ ও হাসান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মোহাম্মদ নবী ও সাকিব।
এর আগে ইনিংস উদ্বোধন করতে নেমে দারুণ এক ইনিংস খেলেন ম্যাচসেরা বাবর। ঢাকা এসেই রংপুরকে দ্বিতীয় ম্যাচে জেতানো পাকিস্তানি এই ব্যাটসম্যান ৪৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৬২ রান করেন। ঝড়ো ব্যাটিং করেন আজমতউল্লাহ। আফগানিস্তানের এই অলরাউন্ডার ১৫ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩২ রান করেন।
দারুণ শুরু করা রংপুরের আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ১৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২০ রান করেন। সোহান ২৬, রনি তালুকদার ১১ ও শামীম হোসেন পাটোয়ারী ১৭ রান করেন। আগের ম্যাচে আট নম্বরে ব্যাটিং করা সাকিব আজ ১১ নম্বরে ছিলেন, তবে ব্যাটিংয়ে নামতে হয়নি তাকে। ঢাকার স্পিনার আরাফাত সানি ৪ ওভারে ৩২ রান খরচায় ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও দানুসকা গুনাথিলাকা।