গোল করলেও ইস্ট বেঙ্গলকে জেতাতে পারলেন না সানজিদা
বাংলাদেশ জাতীয় নারী দলের সতীর্থ, অগ্রজ সাবিনা খাতুনের জন্য শুভ কামনা জানিয়েছিলেন সানজিদা আক্তার। তবে মুখোমুখি লড়াইয়ে নিজের দলের জয় কামনা করেছিলেন তিনি। ইন্ডিয়ান উইমেন্স লিগে বাংলাদেশের এ দুজন দুটি ক্লাবের হয়ে খেলছেন। মুখোমুখি লড়াইয়ে সানজিদার আশা পূরণ হলো না।
সাবিনাদের দল কিকস্টার্ট এফসির বিপক্ষে গোল করলেও ইস্ট বেঙ্গলকে জেতাতে পারেননি বাংলাদেশের এই মিডফিল্ডার। সোমবার নিজেদের মাঠে কিকস্টার্ট এফসির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ইস্ট বেঙ্গল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন সানদিজা। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশি লিগ খেলতে গিয়ে দ্বিতীয় ম্যাচে গোলের খাতা খুললেন তিনি।
ওড়িশা এফসির বিপক্ষে আগের ম্যাচে ইন্ডিয়ান উইমেন্স লিগে অভিষেক হয় ২২ বছর বয়সী এই ফুটবলারের। ওই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জালের ঠিকানা পাননি সানজিদা। প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে খেলছেন। বাংলাদেশের সাফজয়ী এই ফুটলারের সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।
কিকস্টার্টের বিপক্ষে শুরু থেকেই খেলেন সানজিদা। তার দলের শুরুটা ছিল অগোছালো, তিনিও খুব একটা সুবিধা করতে পারছিলেন না। প্রতিপক্ষকে চেপে ধরে প্রধমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কিকস্টার্ট। দ্বিতীয় মিনিট অরুনা বাগ ও ৩১তম মিনিটে সোনিয়া মারাকে গোল করে কিকস্টার্টকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্ট বেঙ্গল শিবিরে কিছুটা স্বস্তি ফেরান সানজিদা। কিন্তু ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি দলটি। উল্টো ৫৫তম মিনিটে আবারও গোল হজম করে তারা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জেতে কিকস্টার্ট। দলটির হয়ে শেষ দিকে মাঠে নামা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা গোলের দেখা পাননি।