অবশেষে চেনা সাকিব, জিতলো রংপুর
ব্যাট হাতে দুঃসময় যাচ্ছিল সাকিব আল হাসানের। আগের পাঁচ ম্যাচের প্রথম দুই ম্যাচে ২ রান করে আউট হন তিনি। পরের দুই ম্যাচে শেষ আটেও ব্যাটিংয়ে নামেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে ঠিকভাবে বল দেখায় ব্যাটসম্যান সাকিবকে উইকেটে পাঠায়নি রংপুর রাইডার্স, এমনই ধারণা করা হয়। যদিও সবশেষ ম্যাচের পর সাকিব জানান, চোখের সমস্যা নেই তার। মূলত সমস্যা জানার চেষ্টায় আছেন তিনি। এর মাঝেও ব্যাটিং প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা বলেন সাকিব।
৩০ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫ উইকেট পড়ার পরও ব্যাটিংয়ে যাননি তিনি। এর আগে অবশ্য দুর্দন্ত ঢাকার বিপক্ষে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবেও উইকেটে যাননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নামলেও রানের খাতা খুলতে পারেননি। মূলত বোলার হিসেবে খেলে আসছিলেন। অবশেষে অলরাউন্ডার সাকিবকে দেখা গেল। আজ ঢাকার বিপক্ষে তিন নম্বরে নামলেন তিনি। এদিন দেখা মিললো চেনা সাকিবেরই। ঝড়ো গতির ৩৪ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে হলেন ম্যাচসেরা। তার দিনে রংপুর পেল আরেকটি দারুণ জয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে রংপুর রাইডার্স। টানা চার ম্যাচে জয় পেল বিপিএলের একবারের চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নুরুল হাসান সোহানের দল। জয়ে বিপিএল শুরু করা ঢাকা টানা পাঁচ হারে কোণঠাসা অবস্থায়। ছয় ম্যাচে একটি জয় পাওয়া ঢাকা তালিকার তলানির দল।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে রংপুর। দুই ওপেনার রনি তালুকার ও বাবর আজমের দারুণ শুরুর পর সাকিব করে দাপুটে ব্যাটিং। শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ নবী। এদের ব্যাটে ৪ উইকেটে ১৭৫ রান তোলে রংপুর। জবাবে সাকিব, শেখ মেহেদিদের দারুণ বোলিংয়ের বিপক্ষে লড়াই-ই করতে পারেনি ঢাকা। ১৮ ওভারে ১১৫ রানেই অলআউট হয়ে যায় মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
লক্ষ্য তাড়ায় ওপেনার নাঈম শেখ কেবল দলকে পথ দেখাতে পেরেছেন। দলটির সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি। ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৪ রান করেন নাঈম। এ ছাড়া গুলবাদিন নাঈব ১৩, ইরফান শুক্কুর ২১ ও তাসকিন আহমেত ১৫ রান করেন। কৃপণ বোলিংয়ে ৪ ওভারে ১৬ রান কলচায় ৩টি উইকেট নেন ম্যাচসেরা সাকিব। শেখ মেহেদি, সালমান ও হাসান ২টি করে উইকেট পান।
এর আগে ব্যাটিং করা রংপুরকে দারুণ শুরু এনে দেন রনি ও বাবর। উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে ৬৭ রান যোগ করেন তারা। ঝড়ো ব্যাটিং করা রনি ২৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৩৯ রান করেন রনি। ৪৩ বলে ৫টি চারে ৪৭ রান করেন বাবর। অবশেষে নিজেকে ফিরে পাওয়া সাকিব ২০ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩৪ রান করেন। সোহান ১০ বলে ১৬ ও নবী ১৬ বলে ৩টি ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন। ঢাকার মোসাদ্দেক ২টি এবং আরাফাত সানি ও সাব্বির হোসেন একটি করে উইকেট নেন।