কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম-আফিফ, জায়গা পেলেন হৃদয়-সাকিব
সোমবার সভা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কয়েক ঘণ্টা ধরে চলা সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। সভায় নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
ক্রিকেটারদের বেতন বাড়ানোর আলোচনা থাকলেও সেটা হয়নি, সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির মতো এবারও ২১ জন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। বেতন না বাড়লেও ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস বেড়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল না চাওয়ায় তাকে চুক্তিতে রাখা হয়নি। এ ছাড়া বাদ পড়েছেন চোটে থাকা ডানহাতি পেসার ইবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও পেসার তানজিম হাসান সাকিবের।
হৃদয় ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন, সাকিবের কেবল টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা হয়েছে। সর্বশেষ চুক্তিতে ছিলেন না স্পিনার নাঈম হাসান, শুধু টেস্টের চুক্তিতে তাকে রাখা হয়েছে। কাঁধের চোটের কারণে টেস্ট খেলতে চান না বলে তাসকিন আহমেদকে বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হয়েছে।
তিন ফরম্যাটেরই কেন্দ্রীয় চুক্তিতে আছেন পাঁচজন ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে নেওয়া হয়েছে চারজন ক্রিকেটাররা। টেস্ট এবং ওয়ানডের চুক্তিতে থাকা একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিম। শুধু ওয়ানডের চুক্তিতে সাকিবের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া শুধু টেস্টে ছয়জন ও টি-টোয়েন্টির চুক্তিতে তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা ক্রিকেটার: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
টেস্ট এবং ওয়ানডের চুক্তিতে থাকা একমাত্র ক্রিকেটার: মুশফিকুর রহিম
ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা ক্রিকেটার: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
শুধু টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটার: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নাঈম হাসান।
শুধু ওয়ানডের চুক্তিতে থাকা ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
শুধু টি-টোয়েন্টির চুক্তিতে থাকা ক্রিকেটার: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান।