ঢাকাকে দশম হারের স্বাদ দিয়ে পাঁচ ম্যাচ পর জিতল খুলনা
খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা, মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই লক্ষ্য অভিন্ন ছিল; ভাঙতে হবে হারের বৃত্ত। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জেতার পর থেকেই হেরে আসছে ঢাকা। টানা চার জয় পাওয়া খুলনা টাইগার্সও ঢুকে যায় হারের বৃত্তে, টানা পাঁচ ম্যাচ হারে তারা। হারে হারে এগোনো এই দুই দলের লড়াইয়ে জিতলো খুলনা, অবশেষে জয়ের হাসি হেসে মাঠ ছাড়লো খুলনা টাইগার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে খুলনা। ১০ ম্যাচে এটা খুলনার পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে এনামুল হক বিজয়ের দল। ১১ ম্যাচের ১০টিতেই হার মানা ঢাকা তালিকার সর্বশেষ দল। বিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ৮ ম্যাচ হারে ঢাকা, তা এসে ঠেকলো দশে। টানা আট হারেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ঢাকার।
চলমান বিপিএলে ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে ওঠা ঢাকা টস জিতে আগে ব্যাটিং করতে নামে। পুরো ইনিংসজুড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করা দলটি ৭ উইকেটে ১২৮ রান তোলে। তাদের কোনো ব্যাটসম্যান ৩০ রানের বেশিও করতে পারেননি, সর্বোচ্চ রানের ইনিংস ২৬। জবাবে পারভেজ হোসেন ইমন, শেই হোপ ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা।
ছোট লক্ষ্য তাড়ায় প্রথম বলেই অধিনায়ক বিজয়কে হারায় খুলনা। টিকতে পারেননি এভিন লুইসও, দলীয় ১৭ রানে ফেরেন ক্যারিবীয় এই ওপেনার। তবু খুলনাকে চাপ বুঝতে দেননি ইমন ও আরেক ক্যারিবীয় হোপ। তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তারা। চতুরঙ্গ ডি সিলভার শিকারে পরিণত হওয়ার আগে ৩০ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন ইমন।
পরের জুটিতে ৩৩ রান যোগ করেন হোপ ও আফিফ। ২৮ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩২ রান করে আউট হন হোপ। জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন আফিফ। বাঁহাতি এই ব্যাটসম্যান ঝড়ো ব্যাটিংয়ে ২১ বলে ২টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৪৩ রান করেন। ঢাকার দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান চতুরঙ্গ।
এর আগে ব্যাটিং করা ঢাকার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ২৩ বলে একটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন তিনি। ২৫ রান করে করেন অ্যালেঙ্ক রস ও ইরফান শুক্কুর। এ ছাড়া ইংল্যান্ডের অ্যাডাম রোসিংটন ১৮ রান করেন। লঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গ ১৭ রানে অপরাজিত থাকেন। খুলনা দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েন পার্নেল ও মকিদুল ইসলাম মুগ্ধ ৩টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন পার্নেল।