বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে রংপুর রাইডার্সের অন্যরকম দিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার গতিতে এগিয়ে চলেছে রংপুর রাইডার্স। সবার আগে প্লেঅফ নিশ্চিত করা দলটি অনেকদিন ধরেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট তাদের। প্লেঅফের আগে কয়েকদিনের বিরতি পেয়েছে বিপিএলের একবারের চ্যাম্পিয়নরা। এই ফাঁকে বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে দারুণ এক দিন কাটালো রংপুর।
দক্ষিণ কেরানিগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে আজ সময় কাটান রংপুর রাইডার্সের ক্রিকেটার, কোচিং প্যানেল ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
রংপুর রাইডার্সের ক্রিকেটারদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান, মুমিনুল হক, ফজলে রাব্বি, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, আশিকুর জামান, ইমরান তাহির, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ব্র্যান্ডন কিং ও টম মুরস।
এ ছাড়া উপস্থিত ছিলে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম, উপদেষ্টা মেহেরাব আলম চৌধুরী, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক ও ফিল্ডিং কোচ ফাহিম আলম।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় ভাষা শহীদের স্মরণে গান, রংপুর রাইডার্সের থিম সং-এ দলীয় নৃত্য এবং ছোট নাটক উপভোগ করে রংপুর রাইডার্স পরিবার। এ ছাড়া শিশুদের জন্য প্রতিষ্ঠানটির সেবা ও শিক্ষা পদ্ধতি ঘুরে ঘুরে দেখেন ক্রিকেটাররা।