বিপিএলে সাকিবের পারফরম্যান্সের প্রশংসায় তামিম
নিজেদের মধ্যে সম্পর্কটা এখন আর আগের মতো নেই দুজনের। বলতে গেলে, মুখ দেখাদেখিই বন্ধ সাকিব আল হাসান ও তামিম ইকবালের। এবারের বিপিএলেও মুখোমুখি হওয়া ম্যাচে দুজনের আচরণ সমালোচিত হয়েছে বেশ।
অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো বিপিএল জিতেছেন তামিম। এর আগে এর আগে খেলোয়াড় হিসেবে জিতলেও এবারের জেতার অনুভূতিটা অন্যরকম। সংবাদ সম্মেলনেও সেটির প্রতিফলন দেখা গেছে তামিমের কথায়।
বিপিএলে এবার কাদের পারফরম্যান্স তার নজর কেড়েছে সেটি জানিয়েছেন তামিম। সেখানে অন্যান্যদের সঙ্গে তামিম আলাদা করে বলেছেন সাকিব আল হাসানের কথাও!
বিপিএলে যাদের পারফরম্যান্স চোখে লাগার মতো তাদেরকে নিয়ে মন্তব্য করেছেন বরিশাল অধিনায়ক, 'শরীফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল। সাকিব ভালো করেছে। ভালো শুরু হয়নি। তবে শেষের দিকে ভালো করেছে। তবে দুজনের নাম বললে হৃদয় আর শরীফুল।'
শিরোপা জয়ে মোহাম্মদ সাইফউদ্দিনের অবদানও আলাদা করে উল্লেখ করেছেন তামিম। চোটের কারণে দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিপিএল জয়ের পর তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তামিম, 'আমার মনে হয় সাইফউদ্দিনের ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আজ শেষ ওভারে সে অসাধারণ বোলিং করেছে। যদি ১৫ রান হয়ে যেত, তাহলে ১৭০ রানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ম্যাচ হতো। আমরা তাকে নিয়ে জুয়া খেলেছি। সেটা কাজেও লেগেছে।'