জয়ের কৃতিত্ব শান্ত-মাহমুদউল্লাহ জুটিকে দিলেন মুশফিক
নাজমুল হাসান শান্তর সঙ্গে দুর্দান্ত এক জুটিতে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেট জুটিতে দুজনে যোগ করেছেন ১৬৫ রান। যা বাংলাদেশের হয়ে পঞ্চম উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের জুটি ৩২ বল হাতে রেখেই চার উইকেট হারিয়ে টপকে গেছে বাংলাদেশ।
শান্ত অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ১২২ রান নিয়ে, মুশফিকও ৭৩ রান করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। বাংলাদেশের জয়ের পেছনে শান্ত-মুশফিকের জুটির অবদান সবচেয়ে বেশি হলেও সংবাদ সম্মেলনে এসে মুশফিক কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তর চতুর্থ উইকেট জুটিকেই।
২৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে চতুর্থ উইকেট জুটিতে স্থিরতা এনে দিয়েছেন শান্ত ও রিয়াদ। যেখানে রিয়াদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের অবদানই বেশি। ৩৭ বলে ৩৭ রান করে চাপ অনেকটা কাটিয়ে দিয়েছেন তিনি। মুশফিকের কণ্ঠেও সেই প্রতিধ্বনি, 'আমার আর শান্তর জুটিটা ম্যাচ জেতালেও টার্নিং পয়েন্ট রিয়াদ ভাই আর শান্তর জুটি। তখন বল নতুন ছিল, এত বেশি শিশির ছিল না। শ্রীলঙ্কান বোলাররাও সুইং পাচ্ছিল। ২৫৬ রান তাড়া করতে গিয়ে শুরুতে কয়েক উইকেট হারিয়ে ফেললে পরিস্থিতি কঠিন হয়ে যায়।'
এই ম্যাচে অধিনায়কোচিত এক ইনিংস খেলেছেন নাজমুল হাসান শান্ত। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়া এই বাঁহাতি খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংসও। তবে মুশফিকের মতে, শান্তর সেরাটা এখনও বাকি, 'জাতীয় দলে আসার পর থেকেই শান্ত রান করতে থাকবে, এই বিশ্বাস আমার ছিল। ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, আর ওর সেরা খেলাটা এখনও বাকি।'
জয়ের কৃতিত্ব বোলারদেরও দিলেন মুশফিক, 'বোলাররা প্রথম স্পেলটা ভালো করেনি। কিন্তু ওরা যেভাবে ফিরে এসেছে সেটা অসাধারণ। বিশেষ করে সাকিব, ও প্রায় প্রতি ম্যাচেই আমাদের ব্রেক থ্রু এনে দিচ্ছে।'