অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ২১ মার্চ মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাদের সঙ্গে অপর স্ট্যান্ডবাই খেলোয়াড় হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দলঃ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।