প্যারিস অলিম্পিকে ক্রীড়াবিদদের ঘনিষ্ঠতায় বাধা উঠল, সরবরাহ করা হবে ৩ লাখ কনডম
অলিম্পিক ভিলেজ ডিরেক্টর লরেন্ট মিচউড জানিয়েছেন, ২০২৪ প্যারিস অলিম্পকে ক্রীড়াবিদদের ঘনিষ্ঠতার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
'প্রেমের নগরীতে' অলিম্পিকের আয়োজকরা কোভিড-১৯ মহামারির সময়ে থাকা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পাশাপাশি অলিম্পিক ভিলেজে থাকা ১৪ হাজার ২৫০ জন ক্রীড়াবিদদের মাঝে ৩ লাখ কনডম বিতরণ করবে।
স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে অলিম্পিক ভিলেজের পরিচালক এই তথ্য জানিয়েছেন।
পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছিল, কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিকে ঘনিষ্ঠতার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ক্রীড়াবিদদের একে অপরের সাথে শারীরিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছিল। এমনকি যৌনতাও সীমিত করতে বলা হয়েছিল। করোনাসহ অন্য রোগের বিস্তার রোধ করতে সাড়ে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল।
মিচউড স্কাই নিউজকে বলেছেন, "অ্যাথলেট কমিশনের সাথে কাজ করে আমরা এমন কিছু জায়গা তৈরি করতে চেয়েছিলাম যেখানে ক্রীড়াবিদরা উৎসাহ এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন।"
অলিম্পিকে ঘনিষ্ঠতা আবার অনুমোদিত হলেও ভিলেজে কোন অ্যালকোহল থাকছে না।
মিচাউড বলেন, "ভিলেজে কোনো শ্যাম্পেন নেই কিন্তু প্যারিসে তারা যে সমস্ত শ্যাম্পেন চান তা পেতে পারেন। আমাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশের খাবারের পাশাপাশি বুফের আয়োজন থাকছে। এবং আমি নিশ্চিত, ক্রীড়াবিদরা এখানে কিছু বিশেষ ফরাসি খাবার পেয়ে খুব খুশি হবেন।"
স্কাই নিউজ জানিয়েছে, এটি অলিম্পিকের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ প্রকল্প। জুলাই মাসে মশাল প্রজ্বলন অনুষ্ঠানের সময় প্যারিস প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে বলে আশা করা হচ্ছে।
সিবিএস স্পোর্টস রিপোর্ট করেছে, অলিম্পিকের জন্য কনডম বিতরণ একটি ঐতিহ্য। ১৯৮৮ সালের সিউল অলিম্পিক থেকে আয়োজকরা এইচআইভি ও এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এটি দিয়ে আসছেন৷ ২০২০ সালের টোকিও অলিম্পিকের সময় ১ লাখ ৫০ হাজার কনডম বিতরণ করা হয়েছিল।