টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
দারুণ প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয়েছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ও বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে। এবার লড়াই ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আজ শুরু হচ্ছে।
ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাউন্স-সুইং বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বেলা ১০টায় শুরু হবে।
এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে নাহিদ রানার। বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হচ্ছে তার। অবিশ্বাস্য উত্থানে মাত্র তিন বছরেই জাতীয় দলে পথচলা শুরু হচ্ছে তার। ২০২১ সালে প্রথমবারের মতো ক্রিকেট বল হাতে নেওয়া তরুণ ডানহাতি এই পেসারকে তার গতির কারণে বিবেচনা করা হয়েছে।
গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দুটি ম্যাচে তার করা ৪২টি ডেলিভারির মধ্যে ১৭টিই ছিল ১৪০ কি.মি এর বেশি, সর্বোচ্চ গতি তোলেন ১৪৯.৭ কি.মি। ১৫টি প্রথম শ্রেণি, ৪টি লিস্ট 'এ' এবং ৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে নাহিদের।
তিনজন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ, নাহিদ রানার ছাড়াও একাদশে আছেন খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। যদিও শরিফুলের খেলা নিয়ে শঙ্কা ছিল, গতকাল সন্ধায় সিলেটে আসেন বাঁহাতি এই পেসার। খেলানোর পরিকল্পনা ছিল বলেই তাকে এতো পরে সিলেট আনা হয়। কিন্তু তাকে নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।