অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
পার্থে রেকর্ড গড়া জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে ভারত। প্রথম টেস্টে চতুর্থ দিনেই ২৯৫ রানের বিশাল ব্যবধানে অজিদের হারিয়ে দেয় সফরকারীরা। অস্ট্রেলিয়ার মাটিতে রান ব্যবধানে এটা ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে, ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানের জয় ছিল তাদের আগের সেরা।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান ব্যবধানে এটা ভারতের দ্বিতীয় বড় জয়। ২০০৮ সালে মোহালিতে তারা ৩২০ রানের জয় পেয়েছিল। এশিয়ার বাইরে এটা ভারতের দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ২০১৯ সালে ৩১৮ রানে জেতে ভারত।
পার্থে প্রথম ইনিংসে ১৫০ রান করে ভারত, জবাবে অস্ট্রেলিয়া তোলে ১০৪ রান। প্রথম ইনিংসেই ৪৬ রানের লিড নেয় ভারত। জশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রান। বড় লক্ষ্য তাড়ায় জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের বোলিং তোপে ২৩৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।
৩ উইকেটে ১২ রান তোলা অস্ট্রেলিয়ার জন্য আরও ৫২২ রান করা ছিল প্রায় অসম্ভব। চতুর্থ দিনের শুরুতেই উসমান খাজাকে মাত্র ৪ রানে আউট করেন সিরিজ। এরপর স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড জুটি গড়ার চেষ্টা করলেও ৬২ রানের বেশি তুলতে পারেননি। স্মিথকে ১৭ রানে বিদায় করে ব্রেকথ্রু এনে দেন সিরাজ।
৭৯ রানে পঞ্চম উইকেট হারানোর পর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে হেড প্রতিরোধ গড়েন। ৮৭ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে সেঞ্চুরির পথে এগোলেও বুমরাহ তাকে থামিয়ে দেন। ১০১ বলে ৮৯ রানে হেড ফেরার পর দ্রুতই মার্শ (৪৭) আউট হন। নবাগত পেসার নিতিশ কুমার রেড্ডি মার্শকে আউট করে টেস্ট অভিষেকে নজর কাড়েন।
উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ৩৬ এবং মিচেল স্টার্কের ১২ রান অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমায় মাত্র। অজিদের দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন দুই পেসার বুমরাহ ও সিরাজ। স্পিনার ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট পান। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা বুমরাহ।
এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে ভারত। ১৫ ম্যাচে তাদের ৬১.১১ শতাংশ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ১৩ ম্যাচে ৫৭.৬৯ শতাংশ পয়েন্ট। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।