‘রিভিউ নেওয়াতে আমরা জঘন্য’
রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের অদূরদর্শীতা আগেও দেখা গেছে। বিশেষ করে টেস্টে বেশিরভাগ সময়েই রিভিউ কাজে লাগাতে ব্যর্থ তারা। রিভিউ নেওয়ার ক্ষেত্রে আরও একবার বাংলাদেশের নাজুক অবস্থা দেখা গেল। রিভিউ নষ্ট করাসহ নিজেদের নেওয়া সিদ্ধান্তে নিজেদেরই অবাক হতে হলো নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামদের। এভাবে রিভিউ নষ্ট হওয়ায় একটু পেছন থেকে হিসাব টানলেন আন্দ্রে অ্যাডামস। বাংলাদেশের পেস বোলিং কোচ বললেন, বাংলাদেশ রিভিউ নেওয়াতে 'জঘন্য'।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টে অহেতুক রিভিউ নিয়ে তা নষ্ট করেন শান্ত। লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসের ব্যাটের মাঝ বরাবর বল লাগলেও এলবিডব্লিউর আবেদন করে রিভিউ নেন স্লিপে ফিল্ডিং করা বাংলাদেশ অধিনায়ক। উইকেটরক্ষক লিটন কুমার দাস ও বোলার তাইজুলের সায় না থাকলেও শান্ত নিজে থেকেই সিদ্ধান্ত নেন।
ইনিংসে পাওয়া তিনটি মূল্যবান রিভিউয়ের একটি নষ্ট হওয়ায় যারপরনাই হতাশ অ্যাডামস। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের সাবেক এই পেসার বলেন, 'এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমরা আলোচনা করছি। রিভিউ নেওয়াতেই আমরা খুব একটা ভালো নই, এটা খুবই পরিষ্কার। এখন পর্যন্ত রিভিউ নেওয়াতে আমরা জঘন্য। এই বিষয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।'
'রিভিউ নেওয়ার ব্যাপারটা পুরোপুরিভাবে অধিনায়ক ও উইকেটরক্ষকের তত্ত্বাবধানে থাকে, হয়তো পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারও বুঝতে পারে। আমরা যেভাবে রিভিউ নিচ্ছি, তা কাজে লাগছে না। আমার মনে হয়, এই মুহূর্তে বাস্তবতা মেনে নেওয়ার চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিচ্ছি। এটা সরাসরি ব্যাটের মাঝ বরাবর লেগেছে, এটা ভালো রিভিউ ছিল না। আমি চাই না রিভিউ নেওয়াতে ছেলেরা ভয় পাক। তবে আমাদের শুধু ভালো একটা প্রক্রিয়া খুঁজে বের করতে হবে।' যোগ করেন তিনি।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৪৪তম ওভারের ঘটনা এটা, লঙ্কানদের স্কোরকার্ডে ততোক্ষণে জমা হয়ে গেছে দেড়শ'র বেশি রান। দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের গড়া জুটি ভাঙতে বাংলাদেশ তখন মরিয়া। তাইজুলের করা পঞ্চম বলটি এগিয়ে গিয়ে রক্ষণাত্মকভাবে ফেরান ২৯ রানে ব্যাটিং করতে থাকা মেন্ডিস। বল পায়ে লেগেছে ভেবে এলবিডব্লিউর আবেদন করেন শান্ত। কেবল তিনিই আবেদন করেন, লিটন ও তাইজুল কোনো প্রতিক্রিয়া দেখাননি।
নিশ্চিত হতে তাইজুলকে জিজ্ঞাস করেন শান্ত। কিন্তু নিশ্চিত নন বলে অধিনায়ককে কিছুই বলেননি দ্বিধাগ্রস্ত তাইজুল। লিটনের কাছে সিদ্ধান্ত চেয়েও কোনো সাড়া পাননি শান্ত। তবু রিভিউ নিয়ে নেন তিনি। এর আগে স্টাম্প মাইকে তাকে বলতে শোনা যায়, 'পায়ে লেগেছে আগে, নিবো।' মাঠের আম্পায়ার রিভিউয়ের ইশারা দেন, তবে থার্ড আম্পায়ারকে আল্ট্রা এজও দেখতে হয়নি। কারণ টিভি রিপ্লেতেই দেখা যায়, মেন্ডিসের ব্যাটের মাঝখানে লেগেছে বল এবং তার সামনের পা বল থেকে বেশ দূরে।