ঘরের মাঠে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার দায় রেফারিকে দিলেন জাভি
প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলের জয়, এরপর ঘরের মাঠে ১-০ গোলে গিয়ে দুই মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা সমর্থকরা বাদ পড়ার কথা হয়তো স্বপ্নেও ভাবেননি। কিন্তু দুঃস্বপ্ন হানা দিয়েছে কাতালানদের মাঠে। ম্যাচের শেষ বাঁশি বাজার সময় স্কোরলাইন দাঁড়ায় বার্সেলোনা ১-৪ পিএসজি। অর্থাৎ, দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের ব্যবধানে জিতে সেমি-ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের দল।
ঘরের মাঠে পিএসজির কাছে এমনভাবে বিধ্বস্ত হওয়ার দায় বার্সা কোচ জাভি চাপিয়েছেন রেফারির ঘাড়ে। ম্যাচের ২৯ মিনিটে রোনাল্ড আরাউহোকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি ইস্তভান কোভাকস। এরপরই ছন্নছাড়া হয়ে পড়ে ব্লু গ্রানাদের রক্ষণভাগ।
১০ জনের দল নিয়ে পিএসজির আক্রমণের জোয়ার আটকে রাখতে পারেনি বার্সেলোনা। ১১ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে গিয়ে সেমি-ফাইনালের ছবিই আঁকছিলেন বার্সা সমর্থকরা। কিন্তু আরাউহো লাল কার্ড দেখার পরই সেই চিত্র বদলে যায়। ৪০ মিনিটে উসমান দেম্বেলে ফেরান সমতা। এরপর ৫৪ মিনিটে ভিতিনহার গোল দুই লেগ মিলিয়ে সমতা ফেরায়।
প্রথম লেগে নিষ্প্রভ কিলিয়ান এমবাপ্পে জ্বলে ওঠেন সময়মতো। ৬১ মিনিটে পেনাল্টি থেকে এই ফরাসি উইঙ্গারের গোলে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় পিএসজি। ৮৯ মিনিটে বার্সার ম্যাচে ফেরার সব আশা শেষ করে দিয়ে পিএসজিকে সেমি-ফাইনালে নিয়ে যান এমবাপ্পে।
ঘরের মাঠে এভাবে বিধ্বস্ত হয়ে রেফারিকে দোষারোপ করেছেন জাভি। ম্যাচের ৫৬ মিনিটে তাকেও লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন রেফারি। ম্যাচশেষে জাভি বলেছেন, 'এটা খুবই লজ্জার বিষয় যে পুরো মৌসুমজুড়ে করা কষ্ট কেবলমাত্র রেফারির একটি বাজে সিদ্ধান্তে নষ্ট হয়ে গেছে। এই লাল কার্ডের (আরাউহোর) কোনো মানেই হয় না।' রেফারিকে সরাসরিও নাকি নিজের ক্ষোভের কথা জানিয়েছেন বার্সা কোচ, 'আমি রেফারিকে বলেছি যে আমি বুঝতে পারছি না সে কী করছে। রেফারি খুবই বাজে ছিল।'
আরাউহোকে লাল কার্ড দেখানোয় বার্সা ১০ জনের দল হয়ে পড়ে। বাধ্য হয়ে আক্রমণভাগের খেলোয়াড় লামিন ইয়ামালকে তুলে নিয়ে ইনিগো মার্তিনেজকে নামান জাভি। নিজের দলের ছক ভাঙায় আর ম্যাচে থাকতে পারেনি বার্সা- বলেছেন জাভি, 'আমরা দারুণ গোছানো ছিলাম। কিন্তু লাল কার্ডটা অতিরিক্ত হয়ে গেছে। এরপর থেকেই এটা একটি ভিন্ন ম্যাচে পরিণত হয়েছে।'
কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে হারানো পিএসজি সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্ট্মুন্ডকে। জার্মান জায়ান্টরা নাটকীয় এক ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে ৪-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে জিতে সেমি-ফাইনালে উঠেছে ডর্ট্মুন্ড।