আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের মোর্শেদ আলী
আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের মোরশেদ আলী খানকে। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিখার আহমেদ মিঠু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন
সম্প্রতি বাংলাদেশের আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এলিট প্যানেলে যুক্ত হওয়ার পর একটি পদ খালি হয় আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে। সেই খালি জায়গাতেই মোরশেদকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
এলিট প্যানেলে থাকা সৈকত ছাড়াও আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশ থেকে মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, গাজী সোহেলের সঙ্গে এবার মোরশেদ যুক্ত হলেন। আইসিসি আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হওয়ার আগেই এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন মোরশেদ। দায়িত্ব পালন করেছেন এসিসি মেন্স প্রিমিয়ার কাপে।
ঘরের মাঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন ৫১ বছর বয়সী মোরশেদ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি।