প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ জানানো হবে ফিলিস্তিনি অ্যাথলেটদের
প্যারিস অলিম্পিকের খুব বেশিদিন বাকি নেই। চলতি বছরের আগস্টে শুরু হবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক। এবারের অলিম্পিকে অংশ নেবেন ছয় থেকে আটজন ফিলিস্তিনি অ্যাথলেটও।
২৬ জুলাই থেকে শুরু হবে অলিম্পিকের কিছু ইভেন্টের বাছাইপর্ব। এতে অংশ নেবেন ফিলিস্তিনি অ্যাথলেটরাও। তবে তারা যদি অলিম্পিকের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থও হন, আমন্ত্রণের মাধ্যমে অলিম্পিকে অংশ নিতে পারবেন তারা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ নিশ্চিত করেছেন বিষয়টি। সুইজারল্যান্ডের লুজানে অলিম্পিকের সদর দপ্তরে গণমাধ্যমকে বাখ বলেন, 'ফিলিস্তিনের কোনো অ্যাথলেট যদি যোগ্যতা অর্জন নাও করে, তবুও আমন্ত্রণের মাধ্যমে তারা অংশ নিতে পারবে। যেসব দেশের অ্যাথলেটরা যোগ্যতা অর্জন করতে পারেন না, আমরা তাদেরকে আমন্ত্রণ করে থাকি।'
বাখ দাবি করেছেন, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যেও তারা চেষ্টা করেছেন যেন অ্যাথলেটরা নিজেদের প্রস্তুতি ঠিকভাবে নিতে পারে। বাখ আরও দাবি করেছেন, ইউক্রেনে হামলা করার পর রাশিয়াকে অলিম্পিকের পক্ষ থেকে ভিন্নচোখে দেখা হয়নি।