টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের দাপুটে বোলিংয়ের পর অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ব্যাটে সহজেই জেতে বাংলাদেশ। ৮ উইকেটে জেতা ঘরের মাঠের দলটি দ্বিতীয় ম্যাচেও দাপট দেখাতে চায়।
সেই লক্ষ্যে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্য পক্ষে এসেছে স্বাগতিকদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে। তবে জিম্বাবুয়ে তাদের একাদশে ৩টি পরিবর্তন এনেছে। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, তাদিওয়ানাশে মারুমানি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা ও এইন্সলে এনডলোভু।